পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে যুক্তি দেখিয়েছে, উচ্চ আদালত তাতে সায় দিয়েছে।
হাই কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন অয়ন। বুধবারের শুনানিতে তার বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে, দু’বছরে যে ১৭টি পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে একটি মাত্র পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তার চার্জশিট এখনও আদালতে পেশ করা হয়নি। এমতাবস্থায় অয়নকে জামিন দেওয়া উচিত হবে না বলেই আদালতে জানিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার এই যুক্তি মেনে নিয়ে অয়নের জামিনের আর্জি খারিজ করেছে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় অয়নকে গ্রেফতার করেছিল ইডি। অয়নের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক ‘ওএমআর শিট’ মিলেছিল। বস্তুত, তার পরেই পুর নিয়োগ ‘দুর্নীতি’ প্রকাশ্যে আসে। অয়নের সংস্থাই পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল।