Pension

নতুন পেনশনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে

পরিবহণ নিগমের হয়ে আইনজীবী সুনন্দ রাহা আজ শীর্ষ আদালতে যুক্তি দিয়েছেন, ২০০২-এর আগে সংস্থা ও কর্মীদের টাকায় পেনশন তহবিল চালু ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৭:০৮
Share:

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত ২০১ জন কর্মচারীকে ২০০২-এর পেনশন প্রকল্পের আওতায় পেনশন দিতে হবে বলে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করল।

Advertisement

পরিবহণ নিগমের হয়ে আইনজীবী সুনন্দ রাহা আজ শীর্ষ আদালতে যুক্তি দিয়েছেন, ২০০২-এর আগে সংস্থা ও কর্মীদের টাকায় পেনশন তহবিল চালু ছিল। পেনশন প্রকল্প চালুর পরে তাতে নাম লেখানোর জন্য ৬ মাস সময় দেওয়া ছিল। কিন্তু ১৩ বছর পরে অনেকে নতুন পেনশন প্রকল্পে নাম লেখানোর দাবি তুলেছেন। ২০০২-এর আগে অবসর নেওয়া কর্মীরাও রয়েছেন এই তালিকায়। এত দিন তাঁরা পুরনো পেনশন তহবিল থেকে টাকা পেয়েছেন। এখন সুদ কমে যাওয়ায় নতুন পেনশন প্রকল্প চাইছেন। কলকাতা হাই কোর্ট গত জুন মাসে তাতে সায় দিয়েছে। ফলে আরও শ’তিনেক মানুষও একই দাবি তুলেছেন। সেই দাবি মানতে হলে রাজ্য সরকারের ঘাড়ে কয়েক কোটি টাকার বোঝা চাপবে।

রাজ্যের আইনজীবী মধুমিতা ভট্টাচার্যও পরিবহণ নিগমের দাবিকে সমর্থন জানান। সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের রায়ে আপাতত স্থগিতাদেশ দিয়ে নোটিস জারি করেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন