যাদবপুরে যাব, সুরঞ্জন জানালেন ত্রিপাঠীকে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-পদে তাঁর মনোনয়নে রাজ্যপালের সায় পাওয়া গিয়েছিল কয়েক দিন আগে। এ বার রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে যাদবপুরে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দু’দফার উপাচার্য সুরঞ্জন দাস। কলকাতার উপাচার্য-পদে তাঁর মেয়াদ শেষ হতে বাকি আরও এক বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:১৮
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-পদে তাঁর মনোনয়নে রাজ্যপালের সায় পাওয়া গিয়েছিল কয়েক দিন আগে। এ বার রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে যাদবপুরে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দু’দফার উপাচার্য সুরঞ্জন দাস। কলকাতার উপাচার্য-পদে তাঁর মেয়াদ শেষ হতে বাকি আরও এক বছর। তার আগেই একটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অন্য রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যাওয়ার নজির পশ্চিমবঙ্গে নেই।

Advertisement

শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠী এবং বিধানসভায় গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুরঞ্জনবাবু। যাদবপুরের উপাচার্য হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে সুরঞ্জনবাবুকে জানান রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী। সুরঞ্জনবাবু পরে বলেন, ‘‘ওই দায়িত্ব নিতে আমি যে সম্মত, দু’জনকেই তা জানিয়েছি।’’

তবে ঠিক কবে তিনি যাদবপুরে যোগ দিচ্ছেন, সেই ব্যাপারে সুরঞ্জনবাবু কিছু জানাননি। তিনি বলেন, ‘‘নিয়োগপত্র পাই। তার পরে সব দিক ভেবে সিদ্ধান্ত নেব।’’ সুরঞ্জনবাবু চলে গেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব কার হাতে যাবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী।

Advertisement

যাদবপুরের আগের উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে নিয়ে রাজ্য সরকারকে মহাবিড়ম্বনায় পড়তে হয়েছিল। ঘেরাও তুলতে পুলিশ ডাকার প্রতিবাদে দীর্ঘ ছাত্র আন্দোলন এবং তার জেরে গত জানুয়ারিতে ইস্তফা দিতে বাধ্য হন অভিজিৎবাবু। তার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিসস্বরূপ বর্মা অস্থায়ী ভাবে দায়িত্ব পালন করছেন। স্থায়ী উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ বা সন্ধান কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সেই কমিটির প্রথম পছন্দ ছিলেন সুরঞ্জনবাবু। রাজ্যপালও সুরঞ্জনবাবুর নামে সিলমোহর দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন