সাসপেনশন অব ওয়ার্ক এ বার খড়দহ জুট মিলে

রাজ্যে পাট শিল্পে ফের অশনি সঙ্কেত। সোমবার সাসপেনশন অব ওয়ার্ক ঘোষণা করা হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের খড়দহ জুট মিল। কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার্স কর্পোরেশন (এনজেএমসি)-এর হাতে থাকা এই চটকলের গেটে এ দিন সকালেই ঝোলানো হয় সাসপেনশন অব ওয়ার্ক-এর নোটিস। ১০৭২ জন শ্রমিক কাজ করেন চটকলটিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২০
Share:

রাজ্যে পাট শিল্পে ফের অশনি সঙ্কেত। সোমবার সাসপেনশন অব ওয়ার্ক ঘোষণা করা হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের খড়দহ জুট মিল। কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার্স কর্পোরেশন (এনজেএমসি)-এর হাতে থাকা এই চটকলের গেটে এ দিন সকালেই ঝোলানো হয় সাসপেনশন অব ওয়ার্ক-এর নোটিস। ১০৭২ জন শ্রমিক কাজ করেন চটকলটিতে।

Advertisement

২০০৭ সালে বন্ধ হয় খড়দহ জুট মিল। এরপর ২০১০ সালে চুক্তি ভিত্তিক বেসরকারি মালিকানায় ফের চালু হলেও রাজনৈতিক চাপান উতোরে দফায় দফায় বেশ কয়েক বার মিলটি বন্ধ হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। দীর্ঘদিন বন্ধ থাকার পরে চলতি বছরের এপ্রিলে ফের সেটি চালু হয় জেনেসিস নামে একটি সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতে।

শ্রমিকেরা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১৮ টন পণ্য উৎপাদন হত এই চটকলে। কিন্তু হঠাৎ কেন চটকলটি বন্ধ করা হল, সে ব্যাপারে তাঁদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ। কাজ বন্ধের নোটিস দেখে শ্রমিকেরা দলমত নির্বিশেষে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে শ্রমিক অসন্তোষ উঠে আসে বিটি রোডে। তিন ঘণ্টা ধরে পথ অবরোধ করেন তাঁরা, আটকে পড়ে যানবাহন।

Advertisement

টিটাগড় পুরসভার চেয়ারম্যান তথা আইএনটিটিইউসি-র ওই কারখানার নেতা প্রশান্ত চৌধুরী ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। অবরোধ শুরু হওয়ার ঘণ্টাখানেক পরে মিল-ঠিকাদার কল্পতরু বসুমল্লিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রশান্তবাবু। কল্পতরুবাবু জানান, তিন-চার দিনেই কারখানা খোলার সব রকম চেষ্টা করা হবে। তাঁর আশ্বাসে উঠে যায় অবরোধ।

অন্য দিকে, ব্যারাকপুরের মহকুমা শাসক পূর্ণেন্দু মাজি জুট কমিশনার সুব্রত গুপ্তের সঙ্গে যোগাযোগ করেন। কর্মীদের সঙ্গে কথা বলতে আজ মঙ্গলবার এনজেএমসি-তে সুব্রতবাবু আসবেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন