Suvendu Adhikari

শুভেন্দুর লটারি তিরেও ‘ভাইপো’

কুণাল ঘোষ বলেন, ‘‘সাহস থাকলে, প্রমাণ থাকলে নাম করে বলুন না।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘রাজ্যবাসী জানে, তোলাবাজি আর গদ্দারির প্রধান হোতা কাঁথির মেজো খোকা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলতলি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৫
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নাম নিলেন না কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘুরিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি বেসরকারি লটারি সংস্থার মালিক বলে দাবি করলেন— এমনই মনে করছে রাজনৈতিক মহল। বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে তিনি বলেন, ‘‘রাজ্য মদ আর বেসরকারি লটারিতে ভরে গিয়েছে।’’ সেই প্রসঙ্গেই অভিষেকের নাম না করলেও তিনি একটি সংস্থার নাম করে বলেন, ‘‘এই সব লটারির মালিক ভাইপো।’’

Advertisement

এই অভিযোগকে বিশেষ আমল দিতে চায়নি তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘সাহস থাকলে, প্রমাণ থাকলে নাম করে বলুন না।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘রাজ্যবাসী জানে, তোলাবাজি আর গদ্দারির প্রধান হোতা কাঁথির মেজো খোকা।’’

কুলতলিতে এ দিন বেশ কিছু এসইউসি নেতা-কর্মী বিজেপিতে যোগ দেন। সেখানে শুভেন্দু বলেন, ‘‘এসইউসি করলে হবে না, সিপিএম করলে হবে না, হিন্দু-মুসলিম ফাঁদে পা দিলে হবে না। এদের (তৃণমূলকে) হারাতে গেলে একজোট হতে হবে।’’ কুণালের মন্তব্য, ‘‘সংগঠনে পারবে না জেনে মরিয়া বিজেপি এখন প্রকাশ্যে এ সব বলছে। এ আমরা জানি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন