Suvendu Adhikari on Nabanaa Abhijan

সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের হেনস্থা করলে এক ঘণ্টার মধ্যে প্রতিবাদ, হুঁশিয়ারি শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার হাওড়া স্টেশনে পৌঁছে রেল আধিকারিক, আরপিএফ এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০১:৪৮
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই কর্মসূচিতে হাওড়া সিটি পুলিশ অনুমতি না দিলেও সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন যে নির্ধারিত দিনেই সেই অভিযান হবে।

Advertisement

সেই অভিযান বাস্তবায়ন করতে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসা বিক্ষোভকারীদের হাওড়া স্টেশনে যাতে কোনও রকম হেনস্থার মুখে না পড়তে হয় সেই বিষয় নিশ্চিত করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার হাওড়া স্টেশনে পৌঁছে রেল আধিকারিক, আরপিএফ এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে বিরোধী দলনেতা জানিয়ে দেন যে, সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের যদি রাজ্যে পুলিশ বা কলকাতা পুলিশ কোনও ভাবে হেনস্থা করে, আর তা তাঁরা যদি জানতে পারেন তাহলে এক ঘণ্টার মধ্যে এসে তাঁরা প্রতিবাদে যোগ দেবেন।

Advertisement

এছাড়া বিহারে নির্বাচন কমিশনের এসআইআর রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি পশ্চিমবঙ্গে কার্যকর করা নিয়ে তিনি জানান যে, বাংলায় বাংলাদেশি আর রোহিঙ্গারা আছেন, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যক্তিদের নাম সরিয়ে ফেলতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement