Mamata- Anubrata

বোলপুরে মমতা-অনুব্রত সাক্ষাৎ! মিনিট দশেকের একান্ত বৈঠকও করলেন দু’জনে, তার আগে দেখা করেন কাজলেরাও

মুখ্যমন্ত্রী অতিথি নিবাসে পৌঁছোনোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা সভাপতি তথা জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০১:১৫
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অনুব্রত মণ্ডল (ডান দিকে)। —ফাইল চিত্র।

বীরভূমে পৌঁছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত বৈঠক করলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। তবে বৈঠক কী হয়েছে তা জানা যায়নি। দল সূত্রে খবর, দুজনের মধ্যে প্রায় দশ মিনিটের বৈঠক হয়েছে।

Advertisement

রবিবার থেকেই ‘ভাষা আন্দোলনে’ নেমেছে তৃণমূল। সোমবার নানুর দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে পদযাত্রাও করবেন মমতা। সেই উপলক্ষে রবিবারই বীরভূমে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে রাঙাবিতান নামে একটি অথিথি নিবাসে থাকছেন। মুখ্যমন্ত্রী অতিথি নিবাসে পৌঁছোনোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা সভাপতি তথা জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। তাঁদের সঙ্গে ‘অল্প’ সময় কথা বলেন মমতা। তাঁরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নেত্রীর সঙ্গে দেখা করতে অতিথি নিবাসের সামনে আসেন অনুব্রত ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তৃণমূল সূত্রে খবর, অনুব্রতের সঙ্গেই একান্ত বৈঠক করেন মমতা। প্রায় দশ মিনিট পর সেখান থেকে বেরিয়ে আসেন কেষ্ট। যদিও অনুব্রত বা চন্দ্রনাথ বাইরে এসে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে মুখ খোলেননি।

শহিদ দিবসের প্রস্তুতিপর্বে ২০ জুলাই মঞ্চের সামনে উপস্থিত হয়েছিলেন কেষ্ট তবে দলনেত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। এর পরে ২১ জুলাইয়ের মঞ্চ বা সামনের সারিতে অনুব্রতকে দেখা যায়নি। তবে মঞ্চে উপস্থিত থাকা নেতারা দাবি করেছেন, তাঁকে তাঁরা কেউই দেখতে পাননি। যদিও অনুব্রতের দাবি, তিনি সভাস্থলে উপস্থিত ছিলেন তবে গরমে অস্বস্তি হওয়ার কারণে মঞ্চ বা সামনের সারিতে না বসে কাছের একটি তাঁবুতে ছিলেন। এই পরিস্থিতিতে আগামী কাল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বা পদযাত্রায় কেষ্টকে দেখা যাবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement