শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
ভুয়ো ভোটার, সন্দেশখালি-পর্বের সময়ে ভুয়ো ভিডিয়ো তৈরি-সহ বিভিন্ন বিষয়ে অতীতে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থাকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কাজকর্মে ওই সংস্থার হস্তক্ষেপের অভিযোগ তুলে, তা নিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন শুভেন্দু। পক্ষান্তরে, তৃণমূল যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
মন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু সোমবার অভিযোগ করেছেন, ওই সংস্থাকে প্রশাসনিক কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে এক দিকে যেমন ক্ষমতার অপব্যবহার হচ্ছে, তেমনই সরকারি টাকা ঘুরপথে পরামর্শদাতা সংস্থার কোষাগারে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, ‘এটি আর্থিক অনিয়ম এবং পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’ এই নিয়ে বিরোধী দলনেতা জাতীয় তথ্যকেন্দ্রের (এনআইসি) মাধ্যমে তদন্তের জন্য আবেদন করেছেন। এর সঙ্গেই শুভেন্দুর অভিযোগ, এই সমস্ত ঘটনায় বেসরকারি সংস্থার দ্বারা সরকারি তথ্য-প্রযুক্তি সম্পদের অপব্যবহার, গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে। বিরোধী দলনেতার দাবি, ‘যদি সরকারি তহবিল থেকে তৃণমূলের পরামর্শদাতা সংস্থাকে টাকা দেওয়া হয়, তা হলে এটি কেবল প্রশাসনিক সমস্যা নয়, এটি গণতন্ত্রের জন্যও আশঙ্কার।’
যদিও এই প্রেক্ষিতে বিরোধী দলনেতাকে নিশানা করার সূত্রেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “শুভেন্দুর প্রতিটি কর্মসূচি ব্যর্থ হচ্ছে। উনি দলের মধ্যেই বিরোধিতার মুখে পড়ছেন। তাই সেই সব থেকে নজর ঘোরাতে অপ্রাঙ্গিক ও ভিত্তিহীন বিষয় টেনে আনছেন।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে