খেজুরিতে বিজেপির সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন শিলিগুড়ি যাচ্ছেন, সে দিনই উত্তরবঙ্গে বিজেপির ‘তিরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘অপারেশন সিঁদুরে’র সাফল্য উদযাপন করতে এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে ‘তিরঙ্গা যাত্রা’র কর্মসূচি নিয়েছে বিজেপি। সূত্রের খবর, সেই মিছিলেই আজ, সোমবার জলপাইগুড়ির বানারহাটে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দুর। থাকার কথা সাংসদ মনোজ টিগ্গারও। প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই চা-বলয়ে এমন কর্মসূচিতে হাজির হয়ে শুভেন্দু যেমন এক দিকে দলের সংগঠনকে চাঙ্গা রাখতে চাইছেন, তেমনই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীকে খোলা ময়দানও ছাড়তে চাইছেন না। তার আগে রবিবার কলকাতার দুই প্রান্তে ‘তিরঙ্গা যাত্রা’ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নেতৃত্বে সন্ধ্যায় জাতীয় পতাকা হাতে কেষ্টপুর থেকে ভিআইপি মোড় পর্যন্ত মিছিল করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ, তাঁদের যাত্রাপথে প্রতিকূলতা তৈরি করতে রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। কর্মী-সমর্থকেরা মোবাইলের আলো জ্বালিয়ে মিছিলে হাঁটেন। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার ডাকে এ দিন বেহালা চৌরাস্তা থেকে তারাতলা পর্যন্ত ‘তিরঙ্গা যাত্রা’য় ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য প্রমুখ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে