শুভেন্দুর সিদ্ধান্ত

রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীই মালদহের ইংরেজবাজারের পুরপ্রধান হচ্ছেন কি না, এ প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মিলল না বুধবারও। দলের নবনির্বাচিত কাউন্সিলরদের কলকাতায় এ দিনের অধিবেশনের পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের নেতাদের জানিয়ে দেন, পুরাতন মালদহ এবং ইংরেজবাজার পুরবোর্ড গঠনের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, তা নেবেন মালদহে দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০৪:২৪
Share:

রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীই মালদহের ইংরেজবাজারের পুরপ্রধান হচ্ছেন কি না, এ প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মিলল না বুধবারও। দলের নবনির্বাচিত কাউন্সিলরদের কলকাতায় এ দিনের অধিবেশনের পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের নেতাদের জানিয়ে দেন, পুরাতন মালদহ এবং ইংরেজবাজার পুরবোর্ড গঠনের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, তা নেবেন মালদহে দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। দল সূত্রে খবর, ইংরেজবাজারে কৃষ্ণেন্দুবাবু বা তাঁর স্ত্রী কাকলি চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে স্বীকার করতে দলেরই একাংশের আপত্তি রয়েছে। দুলাল (বাবলা) সরকার কিংবা অম্লান ভাদুড়ির মতো তৃণমূল নেতাদের নামও পুরপ্রধান হিসেবে ভাসছে। শুভেন্দুবাবু জানান, আগামী সপ্তাহে তিনি মালদহ যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement