শিক্ষকের পরীক্ষার বাধা কাটল হাইকোর্টে

রাজ্য সরকার একটি আইন সংশোধন করায় অনেক শিক্ষকের ফের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পরীক্ষায় বসার পথ বন্ধ হয়ে গিয়েছে। এমনই এক শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০৩:১৪
Share:

রাজ্য সরকার একটি আইন সংশোধন করায় অনেক শিক্ষকের ফের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পরীক্ষায় বসার পথ বন্ধ হয়ে গিয়েছে। এমনই এক শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সোমবার এক অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দিয়েছেন, ওই শিক্ষককে স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে।

Advertisement

এমএ বা অনার্স ডিগ্রিধারীরা এসএসসি-র পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেলে আর ওই পরীক্ষায় বসতে পারবেন না বলে ৯ মার্চ কমিশনের আইনে সংশোধনী এনেছে রাজ্য। সেই সংশোধনীর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন কুমারেশ মোহান্ত নামে বাঁকুড়ার যাদবপুর জুনিয়র হাইস্কুলের এক শিক্ষক। গোঘাটের বাসিন্দা কুমারেশবাবু ইংরেজিতে এমএ। তাঁর আইনজীবী এক্রামূল বারি আদালতে জানান, স্কুল সার্ভিস কমিশন আইনের ওই সংশোধনী অনুযায়ী যোগ্যতা থাকা সত্ত্বেও ওই শিক্ষক আর কখনও উচ্চতর স্কুলে যাওয়ার সুযোগ পাবেন না। তাই সংশোধনীর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী গুপ্ত জানান, তিনিও ব্যক্তিগত ভাবে মনে করেন, হাইস্কুলের কোনও শিক্ষক-শিক্ষিকার উচ্চতর স্কুলে পড়ানোর ক্ষেত্রে ওই সংশোধনী বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার বদল হওয়া উচিত। সরকারের কী বক্তব্য, তা জেনে তিনি আদালতকে জানিয়ে দেবেন। বিচারপতি জানান, রাজ্য সরকারের বক্তব্য তিনি শুনবেন আগামী ২৪ জুলাই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন