Technician dies

অনুষ্কা শর্মার ‘পরী’র শুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

লেদার কমপ্লেক্স থানা সূত্রে খবর, মঙ্গলবার ভোজেরহাটের কোড়লবেড়িয়ায় ছবির শুটিং চলছিল। রাতে কোড়লবেড়িয়ার কালীতলার একটি বাঁশবাগান সংলগ্ন এলাকায় শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন এক কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১০:১৮
Share:

রবিবার ‘পরী’ ছবির শুটিংয়ের জন্য কলকাতায় আসেন অনুষ্কা শর্মা। আর মঙ্গলবারই দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে গেল ছবির শুটিং। ওই দিন রাতে শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ইউনিটের এক কর্মীর। নাম সাহেব আলম। যার জেরে আপাতত বন্ধ ছবির শুটিং।

Advertisement

লেদার কমপ্লেক্স থানা সূত্রে খবর, মঙ্গলবার ভোজেরহাটের কোড়লবেড়িয়ায় ছবির শুটিং চলছিল। রাতে কোড়লবেড়িয়ার কালীতলার একটি বাঁশবাগান সংলগ্ন এলাকায় শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন সাহেব। জানা গিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, বিদ্যুতের খোলা তারে হাত লেগে যায় সাহেবের। গুরুতর আহত সাহেবকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:
জ্যাকলিনকে ‘জুড়ুয়া’ ফ্যানদের ইভটিজিং!

Advertisement

রাজকুমার রাও-এর অভিনয় দেখে মুগ্ধ অমিতাভ তাঁকে চিঠি লিখলেন

‘পরী’ ছবিটির প্রযোজক অনুষ্কা নিজেই। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী-শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসিত রায় আর সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement