জাতীয় মহিলা কমিশনে অপহৃত কিশোরীর পরিবার

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের অপহৃত কিশোরীর পরিবার। সোমবার সকালে কলকাতায় আচার্য জগদীশচন্দ্র বোস রোডে হিন্দু সংহতি সমাজের একটি বাড়িতে ওই পরিবারের সঙ্গে দেখা করেন ওই কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম ও কমিশনের অন্য সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ১৭:৩২
Share:

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলমের সঙ্গে সোমবার দেখা করল মগরাহাটের অপহৃত কিশোরীর পরিবার।

Advertisement

ঘণ্টাদুয়েক কথাবার্তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ললিতাদেবী বলেন, ‘‘ওঁরা আমাদের কাছে খোলাখুলি সমস্ত কথা আলোচনা করেছেন। আমরা মগরাহাট গিয়ে ওখানকার পুলিশ-পঞ্চায়েত এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলব। এর পর দিল্লিতে ফিরে ১০ দিনের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দেব।’’ তিনি আরও জানান, গত ছ’মাসে এ রাজ্য থেকে জাতীয় মহিলা কমিশনে ছ’টি গুরুতর অভিযোগ জমা পড়েছে। অন্য রাজ্যের তুলনায় যা যথেষ্টই উদ্বেগজনক। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

এ দিন অপহৃতার মা বলেন, ‘‘যদি মেরে ফেলে, সেই ভয়ে আমরা মগরাহাট ফিরতে পারছি না। আমি চাই আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন