weather news

চড়ছে পারদ, সরস্বতী পুজোয় কিছু জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা

 ১৬ ফেব্রুয়ারী কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিম এবং পাহাড়ের কিছু জেলায় মেঘসঞ্চারের কারণে ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০২
Share:

শীত বিদায়ের ঘণ্টা বাজতেই তরতরিয়ে চড়ছে পারদ। ভোর এবং রাতের দিকে এখনও শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই তাপমাত্রার তেজ বুঝিয়ে দিচ্ছে বসন্ত এসে গিয়েছে। আগামী কাল সরস্বতী পুজো। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ১৬ ফেব্রুয়ারী কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিম এবং পাহাড়ের কিছু জেলায় মেঘসঞ্চারের কারণে ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে।

Advertisement

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েক দিন কলকাতায় এমনই আবহাওয়া থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। যদিও আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় মেঘ সঞ্চারের কারণে খুব সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে। অন্য দিকে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতেও ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু কলকাতাতেই নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও তাপমাত্রা বাড়তে শুরু করে। পাহাড়ে এখনও শীত ব্যাটিং চালিয়ে যাচ্ছে। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন