West Bengal Weather Update

এক ধাক্কায় ১৫ ডিগ্রিতে নেমে গেল কলকাতার পারদ! দার্জিলিঙে ৫ ডিগ্রি, চলতি সপ্তাহেই কি জাঁকিয়ে শীত বঙ্গে?

মঙ্গলবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। বুধবার তা নেমে গিয়েছিল ১৭ ডিগ্রিতে। বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মরসুমের শীতলতম দিন কলকাতায়! একধাক্কায় আরও ২ ডিগ্রি নেমে গেল পারদ। সঙ্গে ভোরের দিকে কুয়াশায় ঢাকল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। দিনকয়েক আবহাওয়ার খামখেয়ালিপনার পর শীতের আমেজ ফিরে পেয়ে স্বস্তিতে রাজ্যবাসী। আলিপুর জানিয়েছে, আগামী দু’-তিন দিন বঙ্গের সর্বত্র এমনই থাকবে তাপমাত্রা। আপাতত পারদ ওঠানামার খুব একটা সম্ভাবনা নেই।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, শক্তি হারিয়ে আগেই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিটওয়া। তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে সেটি। এই নিম্নচাপ থেকে লক্ষদ্বীপ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি কর্নাটক ও কেরলের উপর দিয়ে গিয়েছে। তা ছাড়া, পাকিস্তান, জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ ও ত্রিপুরায় তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে বেড়েছে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপট। আগামী ৫ ডিসেম্বর নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বঙ্গেও উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে। সঙ্গে বাড়বে শীতের আমেজ।

মঙ্গলবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। বুধবার তা নেমে গিয়েছিল ১৭ ডিগ্রিতে। বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে। বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও দৃশ্যমানতা ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement