— প্রতিনিধিত্বমূলক চিত্র।
শক্তি হারিয়ে উপকূলের কাছাকাছি নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিটওয়া। সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে বেড়েছে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপট। মঙ্গলবার সকাল থেকে শীতের আমেজ খানিক কমেছে কলকাতায়। গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে। সেই আবহেই আলিপুর জানাল, চিন্তার কিছু নেই! বুধবার থেকে ফের নামবে পারদ। এমনকি, সপ্তাহান্তে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বঙ্গের তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দিটওয়ার অবস্থান তামিলনাড়ু-পুদুচেরী-অন্ধ্র উপকূলের খুব কাছাকাছি। ক্রমে এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে উপকূল থেকে ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে শক্তি হারিয়ে আরও দুর্বল হবে। এ ছাড়া, হরিয়ানার কাছে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আগামী ৫ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। বুধবার থেকে বঙ্গেও উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে। সঙ্গে বাড়বে শীতের আমেজ।
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেড়ে গিয়েছে। সেখানে ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। তবে বুধবার থেকেই হাওয়া বদল হতে পারে। পরবর্তী কয়েক দিনে ধীরে ধীরে নামবে পারদ। দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদপতন হতে পারে। এমনকি, চলতি সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। উত্তরবঙ্গেও তাপমাত্রা খানিক বেড়েছে। মঙ্গলবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে আপাতত তাপমাত্রায় খুব বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। বঙ্গের কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।