India-Bangladesh Border

সীমান্তে আটক-পাল্টায় উত্তেজনা, কমল রাতে

স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে দুই বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে গিয়ে সীমান্তের কাছাকাছি চলে আসেন। বিএসএফ তাঁদের আটকানোয় ও পারে ক্ষোভ ছড়ায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৭:৩৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সীমান্তে বাংলাদেশের দু’জনকে আটক করায় ভারতের দুই বাসিন্দাকে পাল্টা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে তা নিয়ে উত্তেজনা দেখা দেয়। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) ‘ফ্ল্যাগ মিটিং’-এ বসে। দীর্ঘ বৈঠকের পরে, রাতে ভারতীয়দের ছাড়া হয়। বিএসএফও বাংলাদেশিদের ছেড়ে দেয়। সকলে নিজের দেশে ফিরেছেন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, ‘‘ফ্ল্যাগ মিটিং হয়েছে। পরিস্থিতির উপরে নজর রাখছি।’’

স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে দুই বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে গিয়ে সীমান্তের কাছাকাছি চলে আসেন। বিএসএফ তাঁদের আটকানোয় ও পারে ক্ষোভ ছড়ায়। সে সময় গঙ্গারামপুরের অনন্তপুর গ্রামের বাসিন্দা অবিনাশ টুডু ও ফিলিপ সরেন ‘নো ম্যানস ল্যান্ড’-এ চাষের কাজ করছিলেন। অভিযোগ, বাংলাদেশের কিছু বাসিন্দা অবিনাশ ও ফিলিপকে বিজিবির হাতে তুলে দেন৷

অবিনাশের প্রতিবেশী সোনাহার হাঁসদা বলেন, “এ সব শুনে ভয় করছে।” তৃণমূলের গঙ্গারামপুর ব্লক সভাপতি শঙ্কর সরকার বলেন, “খুবই দুশ্চিন্তার বিষয়। সাধারণ মানুষ কোন ভরসায় সীমান্তে চাষবাস করতে যাবেন?’’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিষয়টিতে নজর রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং সীমান্ত রক্ষী বাহিনীর কথাবার্তা চলছে।’’

এর পরে শুক্রবার সন্ধ্যায় ফের একই ঘটনা ঘটেছে। সাড়ে ৭টা নাগাদ দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত লাগোয়া এলাকার ঘটনা। বিএসএফ সূত্রের খবর, বাংলাদেশের পাটগ্রামের দুই বাসিন্দা এ দিন সন্ধ্যায় ভারতীয় এলাকায় প্রবেশ করেছিল। বাংলাদেশ বর্ডার গার্ডের তরফে দাবি করা হয়, ভুলবশত ওই দু’জন ভারতের সীমান্তে চলে যায়। তা নিয়ে ফ্ল্যাগ মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে। আজ, শনিবার তা হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন