Terrorist

কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলায় মৃত ১ জওয়ান, আহত ৬

সকালে রুটিন টহল দিয়ে ফেরার সময় সেনাবাহিনীর একটি কনভয়ের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।হামলায় এক জওয়ান মারা গিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ১৩:০১
Share:

সেনার নজরদারি। ফাইল চিত্র।

ফের কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা। শনিবার সকালে রুটিন টহল দিয়ে ফেরার সময় সেনাবাহিনীর একটি কনভয়ের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। অনন্তনাগের কাছে এই হামলায় এক জওয়ান মারা গিয়েছেন। আহত হয়েছেন ছয় জওয়ান। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

Advertisement

আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পরেই ওই এলাকায় পৌঁছয় সেনাবাহিনীর বিশেষ একটি দল। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। যদিও এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই স্বীকার করেনি।

আরও পড়ুন: গিলানির বিরুদ্ধে এফআইআর, কাশ্মীর ও দিল্লিতে তল্লাশি এনআইএ-র

Advertisement

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাক পদতপুষ্ট জঙ্গিরাই এই কাজ ঘটিয়েছে। সেনাসূত্রে খবর, জঙ্গিরা গ্রেনেড হামলা চালানোর পর এলোপাথাড়ি গুলিও ছুড়তে থাকে। পাশাপাশি, শুক্রবার রাত থেকে জম্মু-কাশ্মীরের কৃষ্ণঘাঁটি সেক্টরে সেনা-জঙ্গি গুলির সঙ্ঘর্ষ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement