সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় দীপঙ্কর ভট্টাচার্য-সহ বাম নেতৃত্ব। —নিজস্ব চিত্র।
বিধানসভা নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই রাজ্যে ফের বাম দলগুলিকে এক মঞ্চে নিয়ে এল সিপিআই (এম-এল) লিবারেশন। নৈহাটিতে লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলনের সূচনায় মঙ্গলবার ‘বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা-সভায় বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। সেই সঙ্গেই ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের তিন রাজ্য সম্পাদক যথাক্রমে স্বপন বন্দ্যোপাধ্যায়, তপন হোড়, নরেন চট্টোপাধ্যায়, এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য প্রমুখ। তাঁদের মতে, দেশের পুনর্জাগরণ ঘটাতে গেলে বাংলায় বামপন্থার পুনরুত্থান জরুরি এবং তার জন্য বাম শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে