Abhishek Banerjee

অভিষেকদের সংসদীয় দল যাবে পাঁচটি দেশে, তালিকায় কোন দলের কোন সাংসদ

মঙ্গলবার সফর নিয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। তাতে যোগ দেন অভিষেকও। যদিও সফরের নির্দিষ্ট সূচি মঙ্গলবার রাত পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ২৩:২২
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

পাকিস্তানের সন্ত্রাস এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কথা জানাতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলে রয়েছেন, সেই দল যাবে এশিয়ার পাঁচ দেশে। দলের নেতৃত্ব দেবেন জেডিইউ (জনতা দল ইউনাইটেড)-এর সাংসদ সঞ্জয় ঝা। মঙ্গলবার এই সফর নিয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। তাতে যোগ দেন অভিষেকও। যদিও সফরের নির্দিষ্ট সূচি মঙ্গলবার রাত পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি।

Advertisement

নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বহুদলীয় প্রতিনিধি দল দেশে দেশে গিয়ে ভারতীয় সেনার সিঁদুর অভিযানের কথা তুলে ধরবে। পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্যই যে এই অভিযান, তা-ও বিদেশি রাষ্ট্রের সরকারকে জানাবেন। সূত্রের খবর, টানাপড়েনের পরে মঙ্গলবার সকালে ওই দলের জন্য অভিষেকের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই বিদেশ সচিব মিস্রী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে যে বৈঠক করেন, তাতে যোগ দেন অভিষেক। সফরে গিয়ে ওই প্রতিনিধিরা কী করবেন, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সেই পরিকল্পনার নির্যাস সদস্যদের কাছে মিস্রী ব্যাখ্যা করেন বলে খবর।

অভিষেক যে দলে রয়েছেন, সেই দল যাচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া। তৃণমূল সাংসদ ছাড়াও ওই দলে রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, সিপিএম সাংসদ জন ব্রিটাস, কংগ্রেস নেতা সলমন খুরশিদ, মোহন কুমার। নেতৃত্বে সঞ্জয়।

Advertisement

এই বহুদলীয় প্রতিনিধি দলে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে রেখেছিল কেন্দ্রীয় সরকার। তৃণমূলকে না জানিয়ে কেন্দ্রের এই পদক্ষেপে ক্ষোভপ্রকাশ করেন নেত্রী মমতা এবং অভিষেক। তাঁরা দু’জনেই জানিয়ে দিয়েছিলেন যে, কেন্দ্র বা পক্ষান্তরে শাসকদল বিজেপি ঠিক করতে পারে না তৃণমূলের তরফে কে যাবেন। তা দলই ঠিক করবে। মমতা এবং অভিষেক সোমবার এ-ও স্পষ্ট করেছিলেন, কেন্দ্র যদি অনুরোধ করে, তা হলে তৃণমূল নিশ্চয়ই তা বিবেচনা করবে। সেই সূত্রেই ওই দল থেকে পাঠানের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছিল রবিবার।

তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন তৃণমূলনেত্রী মমতাকে। দু’জনের মধ্যে বেশ খানিক ক্ষণ কথা হয়। সেখানেই অভিষেকের নাম প্রস্তাব করেন নেত্রী। তৃণমূল সূত্রে খবর, দলের নেতৃত্বকে না-জানিয়ে কী ভাবে কেন্দ্র তৃণমূলের প্রতিনিধির নাম ঠিক করেছিল, তা নিয়ে রিজিজুর কাছে ক্ষোভ জানান মমতা। তিনি নাম প্রস্তাব করার পরে বহুদলীয় প্রতিনিধি দলের সঙ্গে পাঁচ দেশে যাচ্ছেন অভিষেক। সেই সফরসূচি এখনও প্রকাশ করেনি কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement