NKDA- HIDCO

প্রথম বৈঠক কমিটির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত মাসে কমিটি তৈরি হয়েছে। তাতে হিডকো, এনকেডিএ, পুলিশ-সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১০:০৭
Share:

সব্যসাচী দত্ত। —ফাইল চিত্র।

নিউ টাউনে নগরজীবনের উন্নয়নের পরিকল্পনাকারী কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত মাসে ওই কমিটি তৈরি হয়েছে। তাতে হিডকো, এনকেডিএ, পুলিশ-সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা রয়েছেন। নিউ টাউনের বাসিন্দা হিসাবে আছেন প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত ও এক সাংবাদিক। সব্যসাচী জানান, কমিটি শুধু সুপারিশ করতে পারবে। কাজ করবে হিডকো বা এনকেডিএ। আগামী সোমবার থেকে নিউ টাউনের হিডকো ভবনে কমিটির জন্য একটি আলাদা ঘর খোলা হবে। নাগরিকেরা যে কোনও সমস্যা নিয়ে সেখানে যেতে পারবেন।

সব্যসাচী জানান, কমিটিও কিছু পরিকল্পনা করে হিডকো, এনকেডিএ বা পুলিশকে জানাবে। গুরুত্ব বিবেচনা করে সংস্থাগুলি তা বাস্তবায়িত করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন