Medical College Fire

মেডিক্যাল কলেজে আগুন লাগার পরের দিনই হাসপাতালে হাজির স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনে। চার তলায় আর্ট সেন্টারে হেমাটোলজির গবেষণাগার । সেখানেই আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১২:২৮
Share:

—ফাইল চিত্র।

সোমবার সন্ধ্যায় আগুন লেগেছিল কলকাতার মেডিক্যাল কলেজের গবেষণাগারে। মঙ্গলবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে চলে এলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। রাতেই হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। যেখানে আগুন লেগেছিল, সেই জায়গাটিতে জনরহিত হওয়ায় বড় কোনও দুর্ঘটনাও ঘটেনি। তবে যেহেতু গবেষণাগারটি হাসপাতালের গুরুত্বপূর্ণ এলাকা তাই ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাস্থ্যসচিব মঙ্গলবার সকালে সরেজমিনে দেখেন পরিস্থিতি। কথা বলেন, হাসপাতালের আধিকারিকদের সঙ্গেও।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এসে পৌঁছন স্বাস্থ্যসচিব। প্রথমে প্রিন্সিপালের কক্ষে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি তার পরে ঘুরে দেখেন পরিস্থিতি।

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনে। চার তলায় আর্ট সেন্টারে হেমাটোলজির গবেষণাগার । সেখানেই আগুন ছড়িয়ে পড়ে। গবেষণাগারের ভিতর বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। তা থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করেছে পুলিশ।

Advertisement

আগুন লাগার খবর পেয়ে সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার (২) শুভঙ্কর সিংহ। ঘটনাস্থলে গিয়েছিল দমকলের পাঁচটি ইঞ্জিনও। এর ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীও জানান, হাসপাতালের ল্যাবে আগুন লেগেছিল। সেখানে কেউ ছিলেন না। তাই রোগীদের সরাতে হয়নি। এর পরেই মঙ্গলবার সকালে ঘটনাস্থলে হাজির হন স্বাস্থ্যসচিব নিগম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন