Smart Phone

মোবাইল কেনার জন্য টাকা পেলেন রাজ‍্যের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও

মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুষ্ঠু কাজ’ ও ‘উন্নততর পরিষেবা’র জন্যই এই ‘সহায়তা’।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০০:৩১
Share:

পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মমতার বার্তা, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি।’ গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকল অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সঙ্গে চিঠি দিয়ে বৃহস্পতিবার শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুষ্ঠু কাজ’ ও ‘উন্নততর পরিষেবা’র জন্যই এই ‘সহায়তা’। মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি ও শুভেচ্ছার চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি।’ ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মমতার বার্তা, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি।’ রাজ্যের দাবি, ‘শিশু ও মাতৃকল্যাণ’-এর কাজে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ‘নতুন উদ্দীপনা’ জোগাবে।

গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেছিলেন, প্রায় ৭০ হাজার আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। এই টাকায় তাঁরা স্মার্ট ফোন কিনতে পারবেন। সেই টাকাই ঢুকল এ বার ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ফোনে কাজের সুবিধা হবে। সরকারের অ্যাপ ডাউনলোড করতেও অসুবিধা হবে না। সরকারি কাজে আর ব্যক্তিগত ফোন ব্যবহার করতে হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement