চাকরি পেলেন কত বেকার, তথ্যই নেই

রাজ্যে নথিভুক্ত বেকার কত তার হিসেব আছে। কিন্তু তাঁদের মধ্যে ক’জন চাকরি পেয়েছেন, সেই তথ্য সরকারের কাছে নেই বলে মঙ্গলবার বিধানসভায় জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক। কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগে কর্মসংস্থান কেন্দ্র থেকে নথিভুক্ত বেকার নিয়োগ করা বাধ্যতামূলক ছিল। কিন্তু ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের এক রায়ের পরে সেটা বাধ্যতামূলক নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৪:০৪
Share:

রাজ্যে নথিভুক্ত বেকার কত তার হিসেব আছে। কিন্তু তাঁদের মধ্যে ক’জন চাকরি পেয়েছেন, সেই তথ্য সরকারের কাছে নেই বলে মঙ্গলবার বিধানসভায় জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক। কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগে কর্মসংস্থান কেন্দ্র থেকে নথিভুক্ত বেকার নিয়োগ করা বাধ্যতামূলক ছিল। কিন্তু ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের এক রায়ের পরে সেটা বাধ্যতামূলক নয়। এখন স্কুল ও কলেজ সার্ভিস কমিশন, বেসরকারি শিল্পে বিভিন্ন ভাবে নিয়োগ হয়। তাই ক’জনের কর্মসংস্থান হল, সেই তথ্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা কর্মসংস্থান কেন্দ্রের কাছে থাকে না। মন্ত্রী জানান, কর্মসংস্থান কেন্দ্রের হিসেবে ২০১৫-র ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা ৭৭ লক্ষ ৮৮ হাজার ৮২ এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারের সংখ্যা ১৮ লক্ষ ২৫ হাজার ৮৮৪। দুইয়ে মিলিয়ে মোট বেকার ৯৬ লক্ষ ১৩ হাজার ৯৬৬ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement