ভরসা এখন ঘূর্ণাবর্তই

বাড়ছে অস্বস্তি। বিকেলটা আবার অন্য রকম। আকাশে জমছে কালো মেঘ। সঙ্গে ফিরে আসছে হাওয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০৩:৪০
Share:

সকালে মেঘলা। সঙ্গে কমবেশি হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আড়াল থেকে বেরিয়ে সূর্যের জ্যৈষ্ঠ-দাপট। তাপমাত্রা বাড়ছে। বাড়ছে অস্বস্তি। বিকেলটা আবার অন্য রকম। আকাশে জমছে কালো মেঘ। সঙ্গে ফিরে আসছে হাওয়া।

Advertisement

দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে কলকাতার আবহাওয়ার পার্থক্য একটাই। জেলাগুলিতে বিকেলে জমে ওঠা মেঘ থেকে বৃষ্টি নামছে। কিন্তু কলকাতায় নামব-নামব করেও নামছে না। বিপুল প্রত্যাশায় শহরবাসী আকাশপানে তাকিয়ে।

আলিপুর আবওহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছনো পর্যন্ত আবহাওয়া এমনই চলবে। তবে কোথায় কতটা বৃষ্টি হবে, পরিমণ্ডলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের উপরেই তা নির্ভর করবে। ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। দু’-এক দিনের মধ্যে সেটি পৌঁছনোর পরেই উত্তর-পূর্বাঞ্চলে থাকা মৌসুমি বায়ুকে টেনে নিয়ে আসবে উত্তরবঙ্গের দিকে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে বর্ষা ঢোকার পরেই দক্ষিণবঙ্গের বর্ষা নিয়ে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।

Advertisement

দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও অস্বস্তি কমছে না কেন? সঞ্জীববাবু জানান, বৃষ্টি তাপমাত্রা কমাতে পারছে না। সঙ্গে রয়েছে মাত্রারিক্ত আর্দ্রতা। তাই এই অবস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement