নেই বেতন কমিশনের জন্য বরাদ্দ

জানুয়ারি থেকে ১৫ শতাংশ বাড়তি মহার্ঘভাতা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শ্রমিক সংগঠনগুলির মতে, বাড়তি বরাদ্দ সেই খাতেই চলে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২৪
Share:

প্রতীকী ছবি।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবরের ইঙ্গিত নেই এ বারের বাজেটে।

Advertisement

বেতন কাঠামো সংস্কারের জন্য কোনও বাড়তি বরাদ্দ রাখেননি অর্থমন্ত্রী অমিত মিত্র। গত বছর সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেই হিসেবে আগামি আর্থিক বছরের মাঝামাঝিই কমিশনের সুপারিশ এসে যাওয়ার কথা। কিন্তু সে বাবদ কোনও অর্থের সংস্থান বাজেটে নেই। ১০১৭-’১৮ অর্থবর্ষে বেতন খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ৩৩ কোটি টাকা।

বুধবার অমিতবাবু জানিয়েছেন, অর্থবর্ষের শেষে ওই খাতে খরচ হবে ৩৮ হাজার ৯৯১ কোটি টাকা। আর আগামী অর্থবর্ষের জন্য বেতন খাতে বরাদ্দ ৪২ হাজার ৭০ কোটি টাকা। জানুয়ারি থেকে ১৫ শতাংশ বাড়তি মহার্ঘভাতা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শ্রমিক সংগঠনগুলির মতে, বাড়তি বরাদ্দ সেই খাতেই চলে যাবে। অর্থ দফতরের এক কর্তা অবশ্য বলেন, ‘‘বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য বাজেটে কখনওই আগাম টাকার সংস্থান করা হয় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement