মদন-সঙ্গী পরিচয়ে টাকা দাবি, যুবক ধৃত

প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের নাম করে বারবার হুমকি-এসএমএস পাঠানো হচ্ছিল তাঁরই পূর্বতন আপ্ত-সহায়কের স্ত্রীর কাছে। দাবি, অবিলম্বে তোলা দিতে হবে পাঁচ লক্ষ টাকা। না-দিলে ছেলেমেয়েকে খুন করা হবে। টাকা দেননি মদনবাবুর ওই প্রাক্তন আপ্ত-সহায়ক। হুমকি-বার্তার কথা জানিয়েছিলেন পুলিশকে। তদন্তে নামেন গোয়েন্দারাও। কিন্তু অভিযুক্ত ব্যক্তি দফায় দফায় মোবাইলের সিমকার্ড বদলাতে থাকায় তার নাগাল পাওয়া যাচ্ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০৩:৩৪
Share:

প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের নাম করে বারবার হুমকি-এসএমএস পাঠানো হচ্ছিল তাঁরই পূর্বতন আপ্ত-সহায়কের স্ত্রীর কাছে। দাবি, অবিলম্বে তোলা দিতে হবে পাঁচ লক্ষ টাকা। না-দিলে ছেলেমেয়েকে খুন করা হবে।

Advertisement

টাকা দেননি মদনবাবুর ওই প্রাক্তন আপ্ত-সহায়ক। হুমকি-বার্তার কথা জানিয়েছিলেন পুলিশকে। তদন্তে নামেন গোয়েন্দারাও। কিন্তু অভিযুক্ত ব্যক্তি দফায় দফায় মোবাইলের সিমকার্ড বদলাতে থাকায় তার নাগাল পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য মোবাইলের সূত্র ধরেই সোমবার রাতে লালবাজারের গুন্ডা দমন শাখা এক যুবককে গ্রেফতার করেছে। নাম তার জাইদ আবেদিন।

পুলিশ জানায়, মদনবাবুর প্রাক্তন সিএ বা আপ্ত-সহায়ক, একবালপুরের বাসিন্দা রেজাউল করিম ওরফে বাপির স্ত্রীর কাছে লাগাতার হুমকি-এসএমএস পাঠিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করছিল জাইদ। তদন্তে নেমে কড়েয়ার বাসিন্দা জাইদকে গ্রেফতার করা হয়েছে। বাপি জানান, ৮ মে তাঁর স্ত্রী প্রথম হুমকি-এসএমএস পান। ১২ মে পরপর আসে ১৫টি এসএমএস। তাতে অভিযুক্ত নিজেকে মদনবাবুর ঘনিষ্ঠ বলে দাবি করেছিল। টাকা না-দিলে বাপির ছেলেমেয়েকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তার পরেই বাপি পুলিশে অভিযোগ দায়ের করেন।

Advertisement

বেনিয়াপুকুর এলাকায় বাপির স্ত্রীর একটি স্কুল আছে। জাইদের মা সেই স্কুলের শিক্ষিকা। সেই সূত্রেই বাপির স্ত্রীর নম্বর পেয়েছিল জাইদ। প্রাথমিক তদন্তে পুলিশ জানাচ্ছে, কোনও রাজনৈতিক দলের সঙ্গে ওই যুবকের যোগ নেই। মদনবাবুর পরিবার সূত্রে দাবি করা হয়েছে, ঘনিষ্ঠতা দূরের কথা, জাইদকে তাঁরা চেনেনই না।

পুলিশি সূত্রের খবর, জাইদ আগে কলকাতার একটি পাঁচতারা হোটেলে কাজ করত। কিছু দিন আগে তার সেই চাকরি চলে যায়। বারবার হুমকি-বার্তা আসতে থাকায় গোয়েন্দা নামানো হয়। মোবাইল ফোনের সূত্র ধরেই জাইদকে চিহ্নিত করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন