Mud House Collapsed

ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে মৃত্যু মা এবং দুই নাবালিকা কন্যার

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাড়িতেই ছিলেন তিন জন। হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। মাটির স্তূপে চাপা পড়েন তিনি। তাঁদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। মাটি সরিয়ে তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩
Share:

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে তিন জনের মৃত্যুর পর ঘটনাস্থলে পাড়া-প্রতিবেশীরা। —নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের এক যুবতী এবং তাঁর দুই নাবালিকা কন্যার। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মন্দিরবাজার বিধানসভার সারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ায় একটি মাটির বাড়িতে দুই কন্যা শীলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)-কে নিয়ে থাকতেন মা বৃহস্পতি কর্মকার। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাড়িতেই ছিলেন তিন জন। হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। মাটির স্তূপে চাপা পড়েন তিনি। তাঁদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। মাটি সরিয়ে তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ির জন্য টাকা পেতেন মৃত যুবতী। তাই আপাতত পুরনো মাটির বাড়িতেই দুই কন্যাকে নিয়ে থাকছিলেন তিনি। কয়েক দিনের বৃষ্টিতে মাটির বাড়িটি আরও দুর্বল হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় যান মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ময়নাতদন্তের জন্য দেহগুলি ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement