দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহেই। —ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গে ‘সাময়িক বিরতি’ নিয়েছে বৃষ্টি। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও টানা ভারী বর্ষণ দেখা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানাল, আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে কলকাতায়। ভিজবে অন্যান্য জেলাও।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন বিকানের, কোটা, গোপালপুর হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও রয়েছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বর্ষণ চলবে।
রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণের আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। দু’এক পশলা হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। সোমবারও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা দক্ষিণবঙ্গে জারি করা হয়নি। তবে বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তার পর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলেছে। কালিম্পঙে বৃষ্টির কারণে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়ক। সিকিমের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে উত্তরে বৃষ্টি এ বার কিছুটা কমতে পারে। হাওয়া অফিস নতুন করে উত্তরের জেলাগুলিতে আর কোনও আবহাওয়ার সতর্কতা জারি করেনি। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম।