West Bengal Weather Update

ঝেঁপে বৃষ্টি নামল শহরে, আগামী দু’-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা আরও দুই জেলায়

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। দক্ষিণের তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৯:৩৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঝেঁপে ঝড়বৃষ্টি নামল কলকাতায়। আগামী দু’-তিন ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। আলিপুর জানিয়েছে, পরবর্তী দু’-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। কোথাও কোথাও প্রবল বজ্রপাতের সতর্কতা রয়েছে। ওই তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর।

এই তিন জেলা ছাড়াও বৃহস্পতিবার কমবেশি বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছিল আলিপুর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছতে পারে বলেই পূর্বাভাস। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগ শুরু হয়েছে। হুগলিতেও একই চিত্র। সন্ধ্যা থেকে উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। শিলাবৃষ্টির জেরে আম এবং সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। হাওড়াতেও সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। ঝড়ের দাপট দেখা গিয়েছে সালকিয়া, শিবপুর, রামরাজাতলা, লিলুয়া, ঘুসুড়ি-সহ নানা জায়গায়। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।

Advertisement

বুধবারের বৃষ্টির পরে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও গরমের তীব্র দাপট দিনভর ছিল না বললেই চলে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম ছিল। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর শুক্রবারও কলকাতায় আবহাওয়া স্বস্তিদায়ক থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement