দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে চলতি সপ্তাহেই আবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে আবার। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো কিছু জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এই জেলাগুলিতে দু’দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কমবেশি দক্ষিণের সব জেলাতেই। তবে আর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমবার দক্ষিণ ২৪ পরগনায় গরমের অস্বস্তি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
খাতায়কলমে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। সারা সপ্তাহ জুড়েই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা উত্তরবঙ্গের জন্য আর জারি করেনি হাওয়া অফিস। উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। প্রাথমিক ভাবে আগামী তিন দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।