TMC Candidate for Kaliganj By-Election

নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের! টিকিট পেলেন প্রয়াত বিধায়কের কন্যা

নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে শূন্য হওয়া আসনে তাঁর কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করল তৃণমূল। মঙ্গলবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে তাঁর নাম ঘোষণা করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১০:৫৯
Share:

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। —ফাইল চিত্র।

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। ৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ বার নাসিরউদ্দিনের প্রয়াণে শূন্য হওয়া আসনে তাঁকে প্রার্থী করল শাসক শিবির।

Advertisement

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। মঙ্গলবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে জয়প্রকাশ মজুমদার জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে নাসিরউদ্দিন প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন। এ বারের উপনির্বাচনেও রেকর্ড ব্যবধানে দল জিতবে বলে প্রত্যয়ী তৃণমূল।

জয়প্রকাশ বলেন, “আলিফা এর আগে কালীগঞ্জেরই একটি আসন থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। তিনি রাজনীতিতে নতুন নন। বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাঁকে চেনেন, ভালবাসেন এবং তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটের দিনের জন্য।” কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী আলিফা স্নাতক । বর্তমানে বিবাহিত। নদিয়া জেলায় নাসিরউদ্দিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে থেকেছেন তিনি। এ বার সেই আলিফাকে উপনির্বাচনের প্রার্থী করল তৃণমূল।

Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন ‘লাল’ নামে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। আগামী ১৯ জুন বৃহস্পতিবার উপনির্বাচন হবে কালীগঞ্জে। ভোটগণনা হবে ২৩ জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement