TMC

TMC Martyr's Day: অন্য রাজ্যে কর্মসূচিতে বাধা, দাবি তৃণমূলের

যোগী- রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ে দলের এই কর্মসূচিতে হাজির ছিলেন সাংসদ সুখেন্দুশেখর রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ০৬:০৭
Share:

প্রতীকী ছবি।

ত্রিপুরায় একুশে জুলাইয়ের কর্মসূচিতে বিজেপি বাধা দিয়েছে বলে অভিযোগ করল তৃণমূল। একই ভাবে গুজরাতের আমদাবাদেও দলের ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

Advertisement

পরিকল্পনা মতো এ দিন ত্রিপুরা, গুজরাত ও উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল তৃণমূল। ত্রিপুরায় দলীয় কর্মীদের সেই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভার্চুয়াল বক্তৃতায় ত্রিপুরার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘‘শুনেছি ত্রিপুরায় আমাদের কর্মসূচি করতে দেয়নি। বিজেপি একনায়কতন্ত্র চালাতে চায়।’’ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, ‘‘বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল কর্মীদের উপর হামলার নিন্দা করছি। যাই হোক, এই লড়াই থেকে তৃণমূল এক ইঞ্চিও সরে আসবে না।’’ গুজরাতে একাধিক জায়গায় বড় পর্দায় মমতার বক্তৃতা দেখানো হয়েছে।

যোগী- রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ে দলের এই কর্মসূচিতে হাজির ছিলেন সাসংদ সুখেন্দুশেখর রায়। সেখানেও বড় পর্দায় মমতার ভাষণ সম্প্রচারের আয়োজন ছিল। তিনি জানিয়েছে, পুলিশ অনুমতি না দেওয়ায় সন্ধ্যায় দলের তরফে মোমবাতি মিছিলের কর্মসূচি বাতিল করতে হয়েছে।’’

Advertisement

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘পুলিশকে না জানিয়ে কর্মসূচি করতে গেলে ব্যবস্থা নিতেই পারে। এখানে তো স্মারকলিপি জমা দিতে গাড়ি থেকে নামার আগেই গ্রেফতার করে পুলিশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন