বাঙালি হত্যা: মমতার জবাব চান দলের নেতা

‘অসমে নির্দোষ পাঁচ জন বাঙালিকে হত্যা করা কেন হল, মমতা ব্যানার্জি (বন্দ্যোপাধ্যায়) জবাব দাও’— শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের ডিসেরগড়ে এমন স্লোগান তুলে ঘুরল যে মিছিল, তার নেতৃত্বে তৃণমূলেরই এক কাউন্সিলর।

Advertisement

সুশান্ত বণিক

কুলটি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০২:৫১
Share:

প্রতীকী ছবি।

‘অসমে নির্দোষ পাঁচ জন বাঙালিকে হত্যা করা কেন হল, মমতা ব্যানার্জি (বন্দ্যোপাধ্যায়) জবাব দাও’— শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের ডিসেরগড়ে এমন স্লোগান তুলে ঘুরল যে মিছিল, তার নেতৃত্বে তৃণমূলেরই এক কাউন্সিলর।

Advertisement

সে ভিডিয়ো ‘ভাইরাল’ হতেই আসানসোল পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর অভিজিৎ আচার্য দাবি করেছেন, তাঁর মুখে ওই স্লোগান বসানো হয়েছে। তবে তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে অভিজিৎকে শনিবার শো-কজ করেছে দল। তিন দিনে ‘সন্তোষজনক’ জবাব না পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন।

বাঙালি-খুনের ওই ঘটনার প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও এমন হল কেন, সে প্রশ্ন উঠেছে। এলাকার একাধিক প্রবীণ নেতার অনুমান, মাস আটেক আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া অভিজিৎবাবু আগের দলে মুখ্যমন্ত্রী-বিরোধী স্লোগান দেওয়ার ‘অভ্যাস’ ছাড়তে পারেননি। শিবদাসনের কথায়, ‘‘দলনেত্রীর বিরুদ্ধে দলেরই নেতার প্রকাশ্যে এমন স্লোগান, ভাবতে পারছি না। স্লোগান দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা দরকার ছিল।’’ অভিজিৎ এ দিন দাবি করেন, ‘‘গভীর রাজনৈতিক চক্রান্ত হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন