হাঁসখালির পর এ বার বজবজ, গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর

সোমবার রাতে বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদারকে দলীয় ওয়ার্ড অফিসে ঢুকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২১
Share:

তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদারকে দলীয় ওয়ার্ড অফিসে ঢুকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। —নিজস্ব চিত্র।

নদিয়ায় বিধায়ক খুনের পরে দক্ষিণ ২৪ পরগনায় গুলিবিদ্ধ শাসক দলের কাউন্সিলর। সোমবার রাতে বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদারকে দলীয় ওয়ার্ড অফিসে ঢুকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম মিঠুনকে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সম্প্রতি সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এর পর কলকাতা সংলগ্ন এলাকায় এমন ঘটনা তৃণমূলের অন্দরে অলোড়ন ফেলেছে। বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত জানান, এ দিন বিকালে চড়িয়াল খালের প্রস্তাবিত সেতুর শিলান্যাস অনুষ্ঠান সেরে চিত্রিগঞ্জের বাজারে দলীয় কার্যালয়ে যান মিঠুন। রাত সাড়ে আটটা নাগাদ দু’জন দুষ্কৃতী অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গৌতমের দাবি, ‘‘বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। মিঠুন দু’জন দুষ্কৃতীর নাম জানিয়েছে।’’ স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) পাল্টা বলেন, ‘‘তৃণমূলের নিজেদের গোলমালের জেরেই এই ঘটনা। এখন বিজেপির উপরে দায় চাপানো হচ্ছে।’’

সম্প্রতি বজবজে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের এক ঘটনায় মিঠুনকে পুলিশ গ্রেফতার করেছিল। গুলি-কাণ্ডের সঙ্গে তার কোনও যোগ আছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement