আত্মসমর্পণ কাউন্সিলরের

হাবরায় যুবতীকে মারধরের ঘটনায় শুক্রবার বারাসত আদালতে আত্মসর্মপণ করলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর গৌতম বিশ্বাস। তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ। এ দিন আদালত ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুরও করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০৩:৪৬
Share:

হাবরায় যুবতীকে মারধরের ঘটনায় শুক্রবার বারাসত আদালতে আত্মসর্মপণ করলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর গৌতম বিশ্বাস। তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ। এ দিন আদালত ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুরও করেছে। ৩১ জুলাই একটি পথ দুর্ঘটনাকে ঘিরে গোলমাল শুরু। হাবরার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতমবাবুর উপস্থিতিতে কিছু লোক শাশ্বতী ঘোষ নামে বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবতীকে মারধর করে বলে অভিযোগ ওঠে। খাদ্যমন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক শাশ্বতীর বাড়িতে যান। তারপরেই ধরা পড়ে এক তৃণমূল সমর্থক। পুলিশ ও তৃণমূলের ভূমিকায় তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন শাশ্বতী। জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘দোষ করলে শাস্তি পেতেই হবে। এ সব আমরা প্রশ্রয় দিই না। আইন আইনের পথেই চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement