TMC

TMC: রাজ্যপাল, বিজেপিকে কটাক্ষ সরকার পক্ষের

রাজ্যপাল কি বিজেপির রাজ্য সভাপতি? বিরোধীদের উদ্দেশে সরকার পক্ষের এই কটাক্ষ এ বার বিধানসভায় নথিবদ্ধ হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ০৬:১৩
Share:

ফাইল ছবি

রাজ্যপাল কি বিজেপির রাজ্য সভাপতি? বিরোধীদের উদ্দেশে সরকার পক্ষের এই কটাক্ষ এ বার বিধানসভায় নথিবদ্ধ হল। রাজনৈতিক মঞ্চে শাসকের মুখে এ কথা আগে শোনা গেলেও বুধবার বিধানসভাতেই এই মন্তব্য করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে বিরোধীদের আচরণ নিয়ে নিন্দা প্রস্তাবে পার্থবাবু বলেন, ‘‘পাশ হওয়া বিল আটকে রাখার নোংরা খেলা শুরু হয়েছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘হাটে-বাজারে যাওয়ার মতো বিরোধীরা রাজ্যপালের কাছে যাচ্ছেন। তিনি কি বিজেপির রাজ্য সভাপতি?’’ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও জানান, বিরোধীদের আচরণ সভার পক্ষে অমর্যাদাকর।

Advertisement

সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদ থেকে রাজ্যপালকে সরাতে বিধানসভায় বিল পাশ হয়েছে। তা নিয়ে বিরোধীরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যাওয়ায় নিন্দা প্রস্তাব আনে সরকার পক্ষ। প্রস্তাবে পার্থবাবু বলেন, ‘‘আইনসভার সদস্য হয়েও আইনসভার অমর্যাদা করে বিরোধীরা রাজ্যপালকে বলছেন বিলে সই না-করতে। এতে গণতন্ত্র বিপন্ন হবে।’’ বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ‘‘আমরা রাজ্যপালকে সই করতে নিষেধ করিনি। ওই বিলের আইনি অবস্থাটা ব্যাখ্যা করেছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন