—প্রতীকী ছবি।
আর মাস দুয়েকের মধ্যেই বেজে যাবে ২০২৪ সালের লোকসভা ভোটের দামামা। দেশের সব রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই বাংলার শাসকদল তৃণমূলও। বুধবার সন্ধ্যায় ২৬টি সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হল।
জেলাভিত্তিক ব্লক সভাপতিদের নাম ঘোষণার সঙ্গে জানানো হয়েছে তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই এই ঘোষণা। তবে কয়েকটি ক্ষেত্রে ব্লক সভাপতিদের সঙ্গে সহসভাপতি ও অন্য পদাধিকারীদের নামও ঘোষণা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে নতুন সভাপতিদের দায়িত্ব দেওয়া হলেও, বেশিরভাগর ক্ষেত্রেই পুরোনো ব্লক সভাপতিদের নিজেদের পদে বহাল রাখা হয়েছে।
এ ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট ন’টি সংগঠনের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়নি। তৃণমূল সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই বাকি জেলা সংগঠনের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হবে। কারণ দল এখন থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে। তাই বাকি থাকা আরও ১৭টি সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের নাম বিবেচনা ও মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেই ঘোষণা করা হবে।