Malda

মোদী-শাহের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথেরও ছবি পুড়িয়ে দিল তৃণমূল! মালদহের ঘটনা নিয়ে আসরে বিজেপি

মালদহের চাঁচলের ঘটনা। এর একাধিক ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তা সমাজমাধ্যমে প্রকাশ করে শাসকদলকে বিঁধতে শুরু করেছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২
Share:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি পোড়াল তৃণমূল। —নিজস্ব চিত্র।

বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। সেই কর্মসূচিতে পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। সেই সময় ‘বেখেয়ালে’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি!

Advertisement

মালদহের চাঁচলের ঘটনা। এর একাধিক ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তা সমাজমাধ্যমে প্রকাশ করে শাসকদলকে বিঁধতে শুরু করেছে বিজেপি। স্থানীয় সূত্রে খবর, ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। সেই ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ। চাঁচল কলেজের সামনে বাংলার মনীষীদের ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের সদস্যেরা। তার মাঝেই মোদী-শাহের ছবি পোড়াতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেন। যদিও বিষয়টি নজরে আসতেই আগুন নিবিয়ে দেন তাঁরা।

কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে! বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদ বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ করার নামে কর্মসূচি করতে গিয়ে চরম লজ্জাজনক কাজ করেছে। এটাই তৃণমূলীদের আসল চেহারা। এটাই কি তৃণমূলের বাঙালি ‘অস্মিতা’? এটাই কি তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত বাঙালি প্রেম?’’

Advertisement

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, ‘‘আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা-গান পড়ে মানুষ হয়েছি। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, ভুলবশত হলেও যদি কেউ এ কাজ করেন, আমরা পদক্ষেপ করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement