প্রধান শিক্ষককে মার, অভিযুক্ত তৃণমূল নেতা

স্কুলের নতুন পরিচালন সমিতি গড়ার প্রক্রিয়াতেও ছাপ ফেলল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরে প্রধান শিক্ষক এবং বিদায়ী পরিচালন সমিতির সম্পাদককে মারধরও করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার বর্ধমানের জামুড়িয়ায় শ্রীপুরহাট হাইস্কুলে ওই তাণ্ডব চালানোয় অভিযুক্ত এলাকার তৃণমূল নেতা জুলু সাত্তার। তিনি বিদায়ী পরিচালন সমিতির সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০৩:৪৭
Share:

স্কুলের নতুন পরিচালন সমিতি গড়ার প্রক্রিয়াতেও ছাপ ফেলল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরে প্রধান শিক্ষক এবং বিদায়ী পরিচালন সমিতির সম্পাদককে মারধরও করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার বর্ধমানের জামুড়িয়ায় শ্রীপুরহাট হাইস্কুলে ওই তাণ্ডব চালানোয় অভিযুক্ত এলাকার তৃণমূল নেতা জুলু সাত্তার। তিনি বিদায়ী পরিচালন সমিতির সদস্য।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, নতুন পরিচালন সমিতির জন্য শিক্ষা দফতর মনোনীত তিন সদস্যই দলের জামুড়িয়া ১ ব্লক সভাপতি পূর্ণশশী রায়ের ঘনিষ্ঠ। সমিতির বিদায়ী সম্পাদক আব্দুস সাত্তারও পূর্ণশশীবাবুর অনুগামী। উল্টো দিকে, জুলু তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা অলোক দাসের ঘনিষ্ঠ। স্কুল সূত্রে জানা গিয়েছে, দায়িত্ব বুঝে নিতে এ দিন দুপুরে স্কুলে পৌঁছন নতুন পরিচালন সমিতির তিন সদস্য। তাঁদের প্রধান শিক্ষকের অফিসে নিয়ে যাচ্ছিলেন সমিতির বিদায়ী সম্পাদক আব্দুস সাত্তার। তিনি অভিযোগ করেন, সেই সময়ে জুলু এক দল দুষ্কৃতীকে নিয়ে এসে তাঁদের আটকান। নতুন কমিটিতে না রাখা নিয়ে প্রথমে চেঁচামেচি, পরে তাঁকে মারধর করা হয় বলে আব্দুসের অভিযোগ। প্রধান শিক্ষক ওমপ্রকাশ রায়ের দাবি, ‘‘এর পরেই ওরা আমার অফিসে ঢুকে দাবি করে, নতুন কমিটি মানা হবে না। শিক্ষা দফতরের পাঠানো নাম আমরা মানতে বাধ্য, তা ওদের বোঝানোর চেষ্টা করি। তা না শুনে ওরা আমাকেও মারধর করে। রডের ঘায়ে অসুস্থ হয়ে পড়ি।’’

এর পরেই শ্রীপুর ফাঁড়িতে জুলু-সহ জনা সাতেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান স্কুল কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতে নতুন পরিচালন সমিতি গঠন হয়। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘অভিযুক্তদের খোঁজ চলছে।’’ সিপিএমের অজয় জোনাল সম্পাদক মনোজ দত্তের কটাক্ষ, ‘‘স্কুলের সঙ্গে কোনও ভাবে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজের টাকা কে পকেটে পুরবে, সে নিয়ে তৃণমূলের মধ্যে কোন্দল বেধেছে। তার জেরে স্কুলের পরিবেশ খারাপ হচ্ছে।’’

Advertisement

অভিযোগ উড়িয়ে জুলু সাত্তার বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’ তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি ভি শিবদাসন বলেন, “ব্লক সভাপতিকে রিপোর্ট দিতে বলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন