তৃণমূল ছেড়ে আরএসপিতে

তৃণমূল থেকে প্রায় ২০০ জন কর্মী আরএসপিতে যোগ দিল। সোমবার বিকেলে গোসাবা বিধানসভার জোট প্রার্থী আরএসপি-র উত্তম সাহার সমর্থনে একটি পথসভা হয়।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০৩:৪৪
Share:

তৃণমূল থেকে প্রায় ২০০ জন কর্মী আরএসপিতে যোগ দিল। সোমবার বিকেলে গোসাবা বিধানসভার জোট প্রার্থী আরএসপি-র উত্তম সাহার সমর্থনে একটি পথসভা হয়। সেখানে তৃণমূলের স্থানীয় নেতা আতিয়ার রহমানের নেতৃত্বে ওই দু’শো জন যোগ দেন। আতিয়ার বলেন, ‘‘দলের মধ্যে কোনও শৃঙ্খলা নেই। গোষ্ঠীদ্বন্দে ভরে গিয়েছে। তার সঙ্গে চলছে নানা দুর্নীতি। তাই দল ত্যাগ করলাম।’’ গোসাবার বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্কর বলেন, ‘‘আতিয়ারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ছিল। সেই কারণে এক বছর আগে ওকে দল থেকে বের করে দেওয়া হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement