Sadhan Pande

সাধনের কথায় ক্ষুব্ধ তৃণমূল

কলকাতা পুরসভার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার বর্ষীয়ান এই মন্ত্রী দলকেই হেয় করেছেন বলে মনে করছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ মে ২০২০ ০৫:৪৮
Share:

মন্ত্রী সাধন পাণ্ডে।—ফাইল চিত্র।

দুর্যোগ মোকাবিলায় সরকার ও দল যখন ব্যস্ত, সেই সময়ে মন্ত্রী হিসেবে সাধন পাণ্ডের আচরণে অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব। কলকাতা পুরসভার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার বর্ষীয়ান এই মন্ত্রী দলকেই হেয় করেছেন বলে মনে করছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, দলের এই মনোভাব তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার বলেন, ‘‘লকডাউনের মধ্যে এত বড় প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা কী কঠিন কাজ, তা অনেকের ধারণার বাইরে। সে ক্ষেত্রে সকলের উচিত প্রশাসনের পাশে থাকা। সাধনবাবু যা করেছেন, তা মানুষকে বিভ্রান্ত করবে। কারও কিছু বলার থাকতেই পারে। তা দলের মধ্যেই বলা উচিত।’’ সাধনবাবুর সঙ্গে অবশ্য এ দিন যোগাযোগ করা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement