Firhad Hakim

Firhad Hakim: সামাজিক সম্মান নষ্ট হচ্ছে জানি, তবে ধৈর্য হারাবেন না, কর্মীদের পরামর্শ ফিরহাদের

তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে পথে বিরোধীরা। সেই নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করে বিরোধীদের দিকেই আঙুল তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৬:১৫
Share:

বিরোধীদের দিকে আঙুল তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তিন সপ্তাহের মধ্যে প্রথম সারির দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে শুক্রবার পথে নেমেছে সিপিএম এবং বিজেপি। এ বিষয়ে শনিবার মুখ খুললেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিরোধীদের এই কটাক্ষকে ‘অসভ্যতা’ হিসাবে ব্যাখ্যা করে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘‘ধৈর্য হারাবেন না।’’ পাশাপাশি, তাঁদের মুখ বন্ধ রাখার আর্জিও জানিয়েছেন তিনি।

Advertisement

শনিবার কলকাতা পুরসভায় একটি সাংবাদিক বৈঠকে বিরোধীদের দিকে আঙুল তোলেন ফিরহাদ। জানান, তাঁদের একটা সামাজিক সম্মান রয়েছে। মেয়রের কথায়, ‘‘দেখুন গত কয়েক দিন ধরে আমার বিরোধী বন্ধুরা অসভ্যতা করেছেন। আইন আইনের পথে চলবে। তদন্ত তদন্তের মতো চলবে। কেউ যদি দোষী হয়, তা হলে সে শাস্তি পাবে। কিন্তু আমাদের একটা সামাজিক সম্মান রয়েছে। সেই সামাজিক সম্মান হরণ করার অধিকার ভারতীয় সংবিধান অনুযায়ী কাউকে দেয়নি।’’

ফিরহাদ এ-ও জানান, বিরোধীদের এই ‘কাণ্ডকারখানা’য় দলীয় নেতা-কর্মীরা অসহিষ্ণু হয়ে উঠছেন। দলীয় কর্মীদের আবেদন করে বলেন, ‘‘যে ভাবে সামাজিক সম্মান হরণ করা হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে আমাদের। অনেকের এই ধরনের অসভ্যতামি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মত অনেকেরই অসীম ধৈর্য নেই। যাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাদের কাছে আমি আবেদন করব, এই ধরনের কথা থেকে বিরত থাকতে। সবার উপরে মানুষ সত্য, মানুষের উপরে কেউ নেই। মানুষ ঠিক করবে কে দোষী বা কে দোষী নয়।’’

Advertisement

অনুব্রতের গ্রেফতারির পরেই সাংবাদিক বৈঠক করে ফিরহাদ বলেছিলেন, তাঁর দল তৃণমূলের সকলে চোর নন। শনিবার আবার সে কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘‘আপনারা আপনাদের সংবাদমাধ্যমে যা দেখিয়েছেন, তা নিশ্চিত ভাবে আমাদেরও ভাল লাগেনি। কিন্তু এটাও ঠিক, সব তৃণমূলের কর্মী বা নেতাই চোর নয়। তৃণমূলের সবাই খারাপ নয়। যে কারণে অনেকের ধৈর্যচ্যুতি ঘটছে।’’ তা বলে কোনও দলীয় কর্মী হিংসার পথ ধরলে কোনও ভাবেই তা মানবে না দল, কড়া ভাষায় বুঝিয়ে দিলেন ফিরহাদ। বলেন, ‘‘আমরা তো বার বার বলছি ‘ইনটলারেন্স’ কোনও রকমেই মানা হবে না। আমি তো যিশু খ্রিস্টের দলের লোক। একটা গালে চড় মারলে, আরও একটা গাল এগিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন