নারায়ণ গোস্বামী। ফাইল চিত্র।
নিজের আচরণের জন্য দলের কাছে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সম্প্রতি একটি অনুষ্ঠানে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি নারায়ণের ‘অপ্রকৃতিস্থ আচরণে’ আলোড়ন তৈরি হয়েছিল। জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ পদাধিকারীর ওই আচরণের জন্য তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি নারায়ণকে ‘শো-কজ়’ করেছিল। কমিটির সদস্যদের সঙ্গে দেখা করে নারায়ণ নিজের বক্তব্য জানাতে চাইলেও তা প্রত্যাখ্যাত হয়েছিল। তাঁকে লিখিত ভাবেই বক্তব্য জানাতে বলা হয়েছিল। দলীয় সূত্রে খবর, তার পরেই পরিষদীয় মন্ত্রী তথা শৃঙ্খলারক্ষা কমিটির প্রবীণ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। দলীয় সূত্রে খবর, নারায়ণের বক্তব্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। তাঁর পরামর্শের ভিত্তিতেই এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে