Udayan Guha

Udayan Guha: ‘রাস্তায় দেখা হলে কান ধরে হিসাব বুঝিয়ে দেব’, ফরওয়ার্ড ব্লকের নেতাকে হুমকি উদয়নের

অধুনা তৃণমূলের বিধায়ক হলেও ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক ছিলেন উদয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৭ মে ২০২২ ২১:২৫
Share:

উদয়ন গুহ এবং (ডান দিকে) অক্ষয় ঠাকুর। —নিজস্ব চিত্র।

তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর। এ বার অক্ষয়কে পাল্টা হুমকি দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। নেটমাধ্যমে লিখলেন, ‘রাস্তায় দেখা হলে কান ধরে হিসেব বুঝিয়ে দেব।’ এর পরেই নিজের বয়ান পাল্টে ফেললেন অক্ষয়। দাবি করলেন, ১৫ লক্ষ নয়, ১৫ হাজার টাকা তছরুপ করেছেন উদয়ন।

অধুনা তৃণমূলের বিধায়ক হলেও ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক ছিলেন উদয়ন। অক্ষয়ের অভিযোগ, সম্পাদক থাকাকালীন জেলার সদস্যপদ নবীকরণের নামে উদয়ন ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন। দু’দিন আগে সাংবাদিক সম্মেলন করে উদয়নের বিরুদ্ধে এই অভিযোগ করেন অক্ষয়। সেই সঙ্গে উদয়নের বিরুদ্ধে জেলায় ফরওয়ার্ড ব্লক পার্টি অফিস দখলেরও অভিযোগ তোলেন।

Advertisement

এর পরেই ফেসবুকে উদয়ন লিখেছেন, ‘এক বছরে ১৫ লক্ষ টাকা! ফরওয়ার্ড ব্লকের সদস্যপদ নবীকরণের চার্জ কত ছিল? ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লকের সদস্য কত ছিল কোচবিহারে? রাস্তায় দেখা হলে কান ধরে হিসেব বুঝিয়ে দেব অক্ষয় ঠাকুরকে।’’

উদয়ন ‘মারমুখী’ হতেই পিছু হঠেছেন অক্ষয়। ওই ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর তাঁর দাবি, ‘‘দিনহাটার পার্টি অফিস দখল করে রেখেছেন উদয়ন। এবং ২০১৫ সালের সদস্যপদ নবীকরণের ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। পার্টি অফিস তৈরির টাকা এবং ১৫ হাজার টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকার কথা বলা হয়েছে।’’

Advertisement

অথচ দু’দিন আগেই অক্ষয়ের অভিযোগ ছিল, ‘‘কমল গুহের পুত্র (উদয়ন) ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লকের সম্পাদক থাকাকালীন দলের কোচবিহার জেলার সদস্যদের পদ নবীকরণের ১৫ লক্ষ টাকা রাজ্য পার্টিকে জমা না দিয়েই দল পরিবর্তন করেছেন।’’ এর পরেই অক্ষয়কে সরাসরি আক্রমণের রাস্তায় গেলেন উদয়ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন