Narendra Modi

Dibyandu Adhikari: ‘দৃঢ় ভূমিকা’র প্রশংসা, আফগানিস্তান নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিব্যেন্দু অধিকারীর

দিব্যেন্দু চিঠিতে লিখেছেন, ‘তালিবান ক্ষমতা দখল করার পর আপনি ভারতীয় দূতাবাসের কর্মী ও নাগরিকদের ফিরিয়েছেন, তা দেখে আমার গর্ব হচ্ছে।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ২১:২৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সরাসরি বিজেপি-তে গেলেও এখনও তৃণমূলের সাংসদই আছেন দিব্যেন্দু। ঘাসফুলে থেকেও প্রধানমন্ত্রীর প্রশংসা করে এমন চিঠি লেখায় রাজনৈতিকমহলে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

ওই দিব্যেন্দু চিঠিতে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আবারও এক বার আমাদের গর্বিত করলেন। যে ভাবে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখল করার পর আপনি ভারতীয় দূতাবাসের কর্মী ও ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছেন, সেই দৃঢ় মনোভাব দেখে আমাদের গর্ব হচ্ছে।’ কেন্দ্রীয় সরকারের নির্দেশে আফগানিস্তান থেকে বায়ুসেনার বিমান ইতিমধ্যে ফিরিয়ে এনেছে বেশ কয়েক জন দূতাবাস কর্মী ও ভারতীয় নাগরিকদের। তবে সে দেশে দূতাবাস খোলা আছে, সেখানে কাজ করছেন আফগান কর্মীরা।

সোমবারই বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, চাপের মুখে পড়া আফগান হিন্দু ও শিখদের ভারতে জায়গা দিতে প্রস্তুত কেন্দ্র। দিব্যেন্দু এ বিষয়ে বিদেশ মন্ত্রকের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদেশ মন্ত্রক আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়ে মানুষদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলছে। তাঁদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছে বিদেশ মন্ত্রক। এ ছাড়াও ‘ফাস্ট ট্র্যাক ভিসা’র ব্যবস্থাও করেছে কেন্দ্র, যে সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’ চিঠির শেষে ফের মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আপনি ভারতীয়দের নিরাপত্তার স্বার্থে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

Advertisement

আনন্দবাজার অনলাইনের তরফে দিব্যেন্দুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আফগানিস্তানে যে তৎপরতায় ভারতীয়দের উদ্ধার করা হল, তা সত্যিই প্রশংসার দাবি করে। প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রক অত্যন্ত তৎপরতার সঙ্গে গোটা বিষয়টিতে নজরদারি চালাচ্ছেন। সে জন্য আমি প্রধানমন্ত্রীকে প্রশংসা করে চিঠি পাঠিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন