Mahua Moitra

সভায় মহুয়া, অখিলেরা জড়িয়ে পড়লেন বচসায়

তৃণমূল সূত্রের খবর, নেতাজি ইনডোরে বৃহস্পতিবার সভা শুরুর কিছু ক্ষণ আগে সেখানে পৌঁছন মহুয়া। পৌঁছেই দলের কৃষ্ণনগরের সাংগঠনিক নেতৃত্বের জন্য আমন্ত্রণপত্র চান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৩
Share:

মহুয়া মৈত্র। —ফাইল চিত্র।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় যোগ দিতে এসেই বিতণ্ডা-বিশৃঙ্খলায় জড়ালেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ও বিধায়ক অখিল গিরি। প্রথম জন নেতাজি ইনডোরে। দ্বিতীয় জনের বিরুদ্ধে গা-জোয়ারির অভিযোগ উঠেছে বিধানসভা চত্বরে।

তৃণমূল সূত্রের খবর, নেতাজি ইনডোরে বৃহস্পতিবার সভা শুরুর কিছু ক্ষণ আগে সেখানে পৌঁছন মহুয়া। পৌঁছেই দলের কৃষ্ণনগরের সাংগঠনিক নেতৃত্বের জন্য আমন্ত্রণপত্র চান তিনি। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, বুধবার থেকেই বিভিন্ন জেলা সভাপতি আমন্ত্রণপত্র সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। কৃষ্ণনগরের আবেদনপত্রও কিছু বিলি করা হয়েছে। মেজাজ হারিয়ে জয়প্রকাশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান মহুয়া। জয়প্রকাশ মহুয়াকে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে নিয়ে যান। মহুয়ার আচরণে দৃশ্যত ‘অসন্তুষ্ট’ বক্সী সাংসদের সঙ্গীদের জন্য বসার ব্যবস্থা করতে বলেন। পরে খাওয়া-দাওয়ার জায়গায়ও অব্যবস্থার অভিযোগে মহুয়া তর্কে জড়ান।

নেতাজি ইনডোরের সভায় আসা তৃণমূলের নেতা-নেত্রীদের গাড়ি রাখা ছিল বিধানসভা চত্বরে। অখিল তাঁর সঙ্গে ১৯ জনকে নিয়ে বিধানসভায় ঢুকতে গেলে ফটকের কর্মীরা আপত্তি তোলেন। বৈধ পরিচয়পত্র ছাড়া বিধানসভায় ঢোকা যায় না বলে তাঁরা জানালে কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। পরে বিষয়টি নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেউ আনুষ্ঠানিক ভাবে অভিযোগ না-করলেও বিধানসভায় প্রবেশের এমন চেষ্টা ‘বেআইনি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন