জখম সাংসদ

পথ দুর্ঘটনায় জখম হলেন বনগাঁর তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তাঁর দুই মহিলা নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও জখম হয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৩:৫৬
Share:

পথ দুর্ঘটনায় জখম হলেন বনগাঁর তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তাঁর দুই মহিলা নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও জখম হয়েছেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটার ঢাকুরিয়া চৌরাস্তার মোড়ে চাঁদপাড়া-ঠাকুরনগর সড়কে। সাংসদের দাঁতে, কপালে ও ঠোঁটে চোট লেগেছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। এ দিন চাঁদাপাড়া-ঠাকুরনগর সড়ক ধরে ঠাকুরনগরের বাড়ির দিকে যাচ্ছিলেন মমতা ঠাকুর। গাড়ির সামনে ছিল পুলিশের একটি স্টক গাড়ি। ঢাকুরিয়া চৌরাস্তার মোড়ে ডান দিকের রাস্তা থেকে একটি অ্যাম্বুল্যান্স হঠাৎই এসে সাংসদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেছেন মমতা ঠাকুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement