TMC

কমিশনের কাছে সময় চাইল তৃণমূল

কমিশনের সঙ্গে যে প্রতিনিধি দল দেখা করবে, তাতে থাকার কথা লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা যথাক্রমে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের। থাকার কথা আরও তিন সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলদেরও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৬:১৪
Share:

— প্রতীকী চিত্র।

রাজ্যে আগামী ১৩ নভেম্বর ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচন সংক্রান্ত কিছু ‘অনিয়মের’ অভিযোগের কথা তুলে ধরতে আজ, শনিবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে দেখা করার জন্য সময় চাইল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল।

কমিশনের সঙ্গে যে প্রতিনিধি দল দেখা করবে, তাতে থাকার কথা লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা যথাক্রমে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের। থাকার কথা আরও তিন সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলদেরও। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে এসে পেট্রাপোলে চেক পোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও মৈত্রী দ্বারের যে উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে তাঁকে শো-কজ় করার আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তাদের বক্তব্য ছিল, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়ায় ভোট রয়েছে, অথচ সেই জেলাতেই শাহ সরকারি কর্মসূচি করেছিলেন এবং রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। সূত্রের খবর, এই সব প্রসঙ্গই তৃণমূলের সংসদীয় দল জাতীয় নির্বাচন কমিশনের কাছে তুলতে চায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন