Mamata Banerjee on Panihati Incident

প্রকাশ্যে হাতাহাতি! পানিহাটির কাউন্সিলরের উপর ক্ষুব্ধ মমতা, দলের ভাবমূর্তি নষ্ট করা চলবে না, স্পষ্ট বার্তা তৃণমূলের অন্দরে

স্থানীয় এক মহিলার সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন পানিহাটির এক তৃণমূল কাউন্সিলর। দলীয় সূত্রে খবর, ওই ঘটনায় অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফোন করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ওই কাউন্সিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২২:০৯
Share:

তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার কাউন্সিলর শ্রাবন্তী রায়ের সঙ্গে স্থানীয় এক বাসিন্দার হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, বুধবার ফোন করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ওই কাউন্সিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা। এ বিষয়ে স্থানীয় বিধায়ক তথা বিধানসভার পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা বলার জন্যও চন্দ্রিমাকে নির্দেশ দেন তিনি। তৃণমূল সূত্রে খবর, জনমানসে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও কাজ করা যাবে না, সে বিষয়ে কড়া বার্তা দিতে নির্দেশ দিয়েছেন মমতা। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ তৃণমূলের কোনও নেতা।

Advertisement

পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তীর একটি ভিডিয়ো মঙ্গলবার সমাজমাধ্যম ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গলিতে এক মহিলার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন কাউন্সিলর। দু’জনের কেউই কাউকে ছেড়ে কথা বলছেন না। রাস্তায় চুলের মুঠি ধরে টানাটানি করতে দেখা যায় কাউন্সিলর এবং ওই মহিলাকে। পথচলতি লোকেরা জড়ো হয়ে যান সেই ঘটনা দেখে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদিও পরে মঙ্গলবার কাউন্সিলর দাবি করেছিলেন, ওই মহিলা মত্ত অবস্থায় ছিলেন। সঠিক নিয়ম মেনে স্কুটার চালাচ্ছিলেন না ওই মহিলা।

স্কুটারে ইন্ডিকেটর কেন দেওয়া হয়নি, তা নিয়ে মহিলাকে প্রশ্ন করতেই তিনি অশ্রাব্য ভাষা প্রয়োগ করছিলেন বলে দাবি কাউন্সিলরের। এমনকি কাউন্সিলর যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির চাবিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি কাউন্সিলরের। কাউন্সিলরের বক্তব্য, এর পরেই তিনি ওই মহিলাকে মারেন। পরে খড়দহ থানার হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়ে যায় এবং কোনও পক্ষই থানায় কোনও অভিযোগ জানায়নি বলে দাবি কাউন্সিলরের।

Advertisement

দলীয় সূত্রে খবর, পানিহাটির কাউন্সিলরের সঙ্গে স্কুটারচালক মহিলার ওই হাতাহাতির বিষয়টি দলনেত্রী মমতারও নজরে এসেছে। এর পরেই ওই কাউন্সিলরের বিষয়ে চন্দ্রিমার সঙ্গে কথা বলেন তিনি। বস্তুত, এর আগেও মমতা বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার বিষয়ে তৃণমূলের অভ্যন্তরে এই বার্তা দিয়েছেন। এ বার ফের সেই অবস্থানই মমতা দলের অন্দরে স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement